• মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ০৬:৫২ অপরাহ্ন
Headline
মুরাদনগরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন পাঁচবিবিতে আদিবাসী শিশুদের মাঝে বড়দিনর উপহার  সড়ক দূর্ঘটনায় নিহত শ্রমিকের পাশে পাঁচবিবি রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়ন কুড়িগ্রামের ২ সেনা সদস্যদ সুদানে শান্তি মিশনে নিহত গ্রামের বাড়িতে দাফন, এলাকা জুড়ে শোকের মাতম মুরাদনগর মহিলা দলের সভাপতি আহত কাজী তাহমিনাকে হাসপাতালে দেখতে গেলেন কায়কোবাদ মুরাদনগরে মহিলা দলের সভাপতির উপর পরিকল্পিত হামলার অভিযোগ, হাসপাতালে দেখতে গেলেন বিএনপি’র নেতাকর্মী ত্রিশাল থানা পুলিশের অভিযানে অটোসহ চোর চক্রের ৩ জন আটক মিরপুর ছাতিয়ানে সার ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত কুমিল্লা-৯ ইসলামীক ফ্রন্ট বাংলাদেশ এর প্রার্থীর মনোনয়ন পত্র সংগ্রহ ফুলবাড়িয়ায় মাদ্রাসাতুল মাদিনাহ্ ইসলামিক সেমিনার ও ক্রেস্ট প্রদান

মুরাদনগরে পাতা কুড়ানো নিয়ে ঝগড়া, একজনের মৃত্যু

Reporter Name / ১২৬৬ Time View
Update : বুধবার, ১৯ অক্টোবর, ২০২২

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ

কুমিল্লার মুরাদনগর উপজেলার ধামঘর ইউনিয়নের ধামঘর দক্ষিন পাড়া এলাকায় বুধবার সকালে গাছের পাতা কুড়ানো নিয়ে দুই ব্যক্তির ঝগড়ার সময় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ধামঘর দক্ষিন পাড়ার মৃত নোয়াব আলীর ছেলে জহির মিয়া (৫০) ও তার পাশের বাড়ির মৃত আফাজ উদ্দিনের ছেলে খোরশেদ আলম (৪৫) এর মধ্যে বুধবার সকালে দুই জনের স্ত্রীদের পাতা কুড়ানো নিয়ে ঝগড়া হয়।

একপর্যায়ে খোরশেদ আলমের ধাক্কায় জহির মিয়া  মাটিতে পড়ে যান। বিষয়টি দেখতে পেয়ে পরিবারের সদস্যরা ও স্থানীয় লোকজন তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জহির মিয়াকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পরে স্থানীয় লোকজন খোরশেদ আলমকে ধরে পুলিশে সোপর্দ করেন।

নিহত জহির মিয়ার স্ত্রী সেলিনা বেগম বলেন, আমি বাড়ির পাশের পুকুর পাড় থেকে পাতা কুড়াতে গেলে খোরশেদ আলমের স্ত্রী আমাকে গালমন্দ শুরু করে। একপর্যায়ে আমার স্বামী প্রতিবাদ করলে খোরশেদ আলম আমাদের একমাত্র চলাচলের রাস্তা বন্ধ করে দেয়। বিষয়টি নিয়ে খোরশেদের সাথে কথা বলতে গেলে আমার স্বামীকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। খোরশেদ আলমের ধাক্কার ফলে আমার স্বামীর মৃত্যু হয়েছে আমি এর সুষ্ঠু বিচার চাই।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুজ্জামান তালুকদার বলেন, জহিরের শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। এ বিষয়ে নিহত জহির মিয়ার স্ত্রী সেলিনা বেগম বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে । বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তার খোরশেদ আলমকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category