
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
নবজাগরণ এর মূল নীতি
নতুন ধারার সমাজ সৃষ্টি এই প্রতিপাদ্যকে সামনে রেখে।
মাদক মুক্ত সমাজ গড়তে এবং যুব সমাজকে ক্রিড়ামুখী করতে কুমিল্লার মুরাদনগরে ফ্রিজ-টিভি কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় নবজাগরণ তরুণ সংঘ উদ্যোগে জাহাপুর ইউনিয়নের বাখরাবাদ বাজারে খেলাটি অনুষ্ঠিত হয়েছে। খেলায় দেবিদ্বার ব্যাডমিন্টন ক্লাব দলকে ২-০ গেমে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে মাইশা এন্টারপ্রাইজ।
১৭নং জজাহাপুর ইউনিয়নের চেয়ারম্যান জনাব ইঞ্জিনিয়ার সৈয়দ সওকত আহম্মেদ এর সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আলহাজ্ব মোঃ দিদার হোসেন পরিচালক নোভা ইলেকট্রনিক্স কোং লিমিটেড। এ সময় আরো উপস্থিত ছিলেন। ইউপি সদস্য নুরজাহান বেগম, জসিম উদ্দিন রাসেল, আব্দুল আলিম, হাজী মোহাম্মদ জাকির হোসেন,ডাক্তার বাদল, লিটন পাশা, মোঃ সেলিম হোসেন, মোহাম্মদ রেজাউল করিম, মোসাব্বির হোসেন মুসা, আব্দুল আজিজ
প্রমূখ।
খেলা শেষে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।