• শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ০১:০৯ পূর্বাহ্ন

শরীয়তপুরে বালাখানা গ্রামে রাকিব হোসেন (বাবুু) ২৩ বছরের যুবক নিখোঁজ

Reporter Name / ৮০৬ Time View
Update : সোমবার, ২৪ এপ্রিল, ২০২৩

মো. ওবায়েদুর রহমান সাইদ, শরীয়তপুর, প্রতিনিধি ঃ

শরীয়তপুর সদর উপজেলা পালং ইউনিয়নে ৩ নং ওয়ার্ডে বালাখানা গ্রামে, এতিম খানার সাথে মোল্লা বাড়ি হইতে অনুমানিক ২৩ বছরের এক যুবক রাকিব হোসেন (বাবু) নামে গত ১৭ এপ্রিল ২০২৩ ইং তারিখে নিজ বাড়ি হতে সন্ধা ৭ টায়, ইফতারের পর  নিখোঁজ হয়েছে, তার বাবা নাম মোঃ নুরুল ইসলাম মোল্যা, মা’র নাম রাজিয়া বেগম,তারা ছয় ভাই ও বোনের মধ্যে রাকিব ভাইদের মধ্যে সবার ছোট ।  ১৭ তারিখে রোজার মাসে ইফতারির পর জামা কাপড় কিনব বলে তার মা নিকট হইতে তিন হাজার টাকা নিয়ে তার চার বন্ধু সাথে পালং বাজারের উদ্যেশে বাড়ি হইতে রওনা হয়,তারা সাথে চার বন্ধু  ছিলেন তারা হলেন রায়হান, সম্ররাট,যোবায়ের,জুয়েল, তার বন্ধ জুয়েল ও যোবায়েরকে জিজ্ঞাসা করিলে তারা উল্টা পাল্টা কথা বলে,আর আমি সাংবাদ কর্মি হিসাবে  যোবায়ের সাথে সাক্ষাৎ করলে,যোবায়ের  বলেন, রাকিব হোসেন (বাবু) আমাদের সাথে রাত ৯ টা পর্যন্ত ছিল, তিনি আরো বলেন  আমার কাছ থেকে বিদায় নেওয়ার পর সাথে ছিলেন রায়হান, জুয়েল ও সম্ররাট, আমি শুনছি রাতে ১ টার সময় নাকি রাকিব হোসেন বাবুকে তার বন্ধুরা বাড়ি আগাইয়া দিয়ে আসতে  যায়,য়াওয়ার পথে রাতে নাকি ডিবি পুলিশ ওদেরকে ধাওয়া করে, ধাওয়া খাওয়ার পর রাকিব কোথায় গেছে কেউ যানে না, আমি মিডিয়া কর্মি হিসাবে জুয়েল এর মোবাইল কল দিলে কল রিসিফ করে নাই, যোবায়ের ভাষ্য মতে জুয়েল ও রায়হান পলানো আছে, তাকে গ্রেপ্তার করিলে রাকিবের সব সন্ধান  পাওয়া যাবে। জুয়েলের বাড়ি বিলাস খান,রায়হানের বাড়ি কানার বাজার এলাকায় আর সম্ররাটের বাড়ি রাকিবের বাড়ির পাশ্বে,যোবায়ের পালং বাজারে মাংসের দোকানে এখনো কাজ করে ওখানেই  আছে।
আর এই দিকে  রাকিব মা বলেন আমার রাকিব  শরীয়তপুর পালং বাজার  যাওয়া উদ্যেশে বাড়ি হতে বাহির  হওয়ার পর অদ্যবধি আর কোন সন্ধান পাওয়া যায় নাই, যুবক রাকিব হোসেন (বাবু), আবু ছিদ্দিক মেম্বারের মাংসের  দোকানে কাজ করতেন,নিখোঁজ হওয়া কিছু দিন পূর্বে হইতে ঐ ছিদ্দিকের মাংসের দোকানে  যাওয়া হয়  নাই। তার বাবা অটোরিক্সা চালান,তার বড় ভাই সৌদির আরব থাকেন ,ভাইয়ের  মধ্যে সবার ছোট রাকিব হোসেন (বাবু)।  বাবা,মা, সকল আন্ত্রীয় স্বজনের বাড়ি, অনেক খোজা খোজির পর,তার ছেলেকে  না পেয়ে  শরীয়তপুর পালং থানায় একটি সাধারণ ডায়রী কারেন ১৯/৪/২৩ইং তার বাবা নুরুল ইসলাম মোল্যা।  ডায়রী নং ৮০৫ ৷ রাকিব হোসেন(বাবু)’র আজও কোন সন্ধান পাওয়া যায় নাই, রাকিব হোসেন (বাবু) কিছু দিন পরে বিদেশ যাওয়ার কথা ছিল। রাকিবের বাবা,মা, ছেলেকে হারিয়া হৃদয় নিবাক,বাকশক্তি হারিয়ে ফেলে ছেলের শোকে, প্রায় পাগলের মতন, নাওয়া, খাওয়া প্রায় ছেড়ে দিয়াছেন, এলাকার লোকজনের ভাষ্য মতে রাকিব ভাল ছেলে ছিলন, কখনো কোন খারাব কাজে সাথে লিপ্ত ছিল না, তার এমন কি কোন শত্রু ছিল না,এলাকা বাসির জানা মতে তার সাথে কোন মেয়ের রিলেশন ছিল না,রাকিব একজন ভাল ছেলে ছিল। এই ব্যাপারে তার বাবা,মা, আমাদেরকে জানায় কেহ যদি তার ছেলে রাকিব কে জীবত বা মৃত, সন্ধান দিতে পারে তাহলে তাকে পৃরুষকৃত করা হবে,আর পালং থানায় যোগা যোগ করিলে তদন্ত ওসি বলেন কল লিস্ট খোজা হচ্ছে, কাদের সাথে রাকিবের কারা কথা বলচ্ছে, আমরা চেস্টা আছি রাকিবের সন্ধান কি ভাবে পাওয়া যায়, রাকিবের বাবা বলেন যদি কেহ আমার ছেলে সন্ধান দিতে পারলে পুরস্কৃত করা হবে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করিবেন। 01796483416 অথবা 880503761256 এই নাম্বার যোগাযোগ করিবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category