আবু ইউসুফ নাঈম, সুনামগঞ্জ প্রতিনিধি।।
সাহিত্য, সংস্কৃতি, সমাজসেবা ও নৈতিকতার আলোকে এক নতুন যাত্রা শুরু করেছে “আনন্দময় শিল্পীগোষ্ঠী”। সংগঠনের সদস্যরা শপথ নিয়েছেন—কলমের আলো, তুলি-তন্ত্রীর সুর এবং মানবতার পতাকা হাতে তুলে সমাজে আলোকের সঞ্চার করবে তারা।
শপথপত্রে বলা হয়েছে—
সাহিত্য হবে প্রাণশক্তি, সংস্কৃতি হবে আত্মা, সমাজসেবা হবে অঙ্গীকার, নৈতিকতা হবে প্রতিজ্ঞা, স্বাধীনতা হবে মুক্তি এবং ঐক্য হবে শক্তি।
সংগঠনের উদ্দেশ্য শুধু শিল্প নয়; এটি এক দীপশিখা, যা জ্বালাবে হৃদয়ে সততা, সমাজে সৌন্দর্য এবং মানুষে মানুষে ভ্রাতৃত্ব।
উপদেষ্টা মণ্ডলী
মাওঃ আব্দুল ওয়াদুদ নোমান, মুফতী মুজিবুর রহমান মুফতি আসআদ আহমদ আখন্জী, মাওঃ সালেহ আহমদ (মশাল ঘাটি), মাওঃ মাসউদ আহমদ দুলাল, মাওঃ মুস্তাকিম বিল্লাহ, শেখ নেছার আহমদ (সৌদি প্রবাসী), মাওঃ এজাজুল হক এজাজ, মিল্লাদ হোসাইন (জামালগঞ্জ), হাফিজ মাওঃ শামসুল আলম শামসী, মাওঃ আরশাদ খান রানা, মাওঃ ইসহাক আহমদ, মাওঃ নাছরুজ্জামান, মাওলানা মারুফ বিন জামান,মুফতী সালমান আহমদ আমীনি নাসিরুদ্দিন তালুকদার (ইতালি প্রবাসী), জহিরুল ইসলাম তালুকদার (ইতালি প্রবাসী), মোঃ একরামুল হক সেলিম, কাওছার আহমদ (কুয়েত প্রবাসী), মাওলানা কবির আহমদ (দোয়ারাবাজার), সাইফুল্লাহ মাহমুদ সুনামগঞ্জী, মুফতী আব্দুল্লাহ বিন আব্দুল করিম, আজিরুদ্দীন সোহাগ, মাওঃ বাহা উদ্দিন আসআদ, রিয়াদ তালুকদার, রামজীবনপুর), আব্দুল ওয়াহিদ, মাওঃ আব্দুর রাজ্জাক জিহাদী, মাওঃ জুনায়েদ বিন সাজিদ, মাওঃ মুস্তাক আহমদ, মাঃ জুবায়ের জামিল, ফখরুল ইসলাম (রামজীবনপুর), সিরাজুল ইসলাম সোহাগ (ধনপুর, বিশ্বম্ভরপুর), তোফায়েল আহমদ তারেকসহ আরও অনেকে।
প্রতিষ্ঠাতা ও নির্বাহী সদস্যবৃন্দ
প্রতিষ্ঠাতা পরিচালক: কাওছার বিন মনির তাহিরপুরী
সহ-পরিচালক: মুহাম্মদ আলী
প্রচার সম্পাদক: আহমেদ জাকারিয়া ও শেখ সাইফুল
সংগীত পরিচালক: ক্বারী মাহদী বিন ইলিয়াস ও ক্বারী সায়েম আখন্জী
কোষাধ্যক্ষ: মুহিবুর রহমান ও আলী আকবর বিন জামাল
সাংগঠনিক সম্পাদক: সোলায়মান আহমদ আনাস
সদস্য: আব্দুল বাসিত নোমান, আবু উবায়দা সিদ্দিকী, রইছ উদ্দীন, মাহদী হাসান, এনামুল হাসান, নাইম আহমদ, ফখরুল ইসলাম, আমিরুল ইসলাম, সাদিকুর রহমানসহ আরও অনেকে।
শুভাকাঙ্ক্ষী
তফাজ্জুল হক, আব্দুস সামাদ আফেন্দি নাহিদ, হাম্মাদ আহমদ নাইম, সাইফ তালুকদার, নাহিদ হাসান তালুকদার, তারেক রহমান, আবতাহিনুর রহমান খান, কবি সোহাগ নূর, আমির হামজা সোহাগ, উদয় আবু ইউসুফ নাঈমসহ প্রমুখ সাহিত্যিক ও কলামিস্ট।
বিশেষ দ্রষ্টব্য
অনলাইনে দিকনির্দেশনা দিবেন এবং গজল ক্লাস নেবেন—
জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিল্পী ও আল-আজহার বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত তরুণ ইসলামী আলোচক হাফেজ জুবায়ের হোসেন।
সমাপ্তি স্লোগান
সাহিত্য আমাদের প্রাণ, সংস্কৃতি আমাদের আত্মা, মানবসেবা আমাদের ধর্ম।”
মাশা-আল্লাহ খুব সুন্দর লাগছে