মোঃ হাবিব, ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি ।।
ফুলবাড়ীয়া শহীদ জিয়া স্মৃতি সংসদ উপজেলা শাখার আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ১২(সেপ্টেম্বর) পৌরসদরের বটতলা কাঁচা বাজার কার্যালয়ে শহীদ জিয়া স্মৃতি সংসদ এর সভাপতি মোঃ হযরত আলী আকন্দ এর সভাপতিত্বে ও বিএনপি নেতা এড. হুমায়ুন কবির এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক প্রচার সম্পাদক ও উপজেলা বিএনপির সদস্য মোহাম্মদ আব্দুল করিম সরকার। এতে আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এবি ছিদ্দিক, উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক আশিকুল হক আশিক, যুগ্ম আহবায়ক মাসুদ আহমেদ মাসুদ, ময়মনসিংহ জেলা জিয়া মঞ্চের সহ-সভাপতি রফিকুল ইসলাম মাখন, পৌর যবদলের সাধারণ সম্পাদক লুৎফুর কবির সালেক, পৌর ছাত্রদলের আহবায়ক হাসমত আলী মন্ডল, শহীদ জিয়া স্মৃতি সংসদ সহ-সভাপতি মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আঃ করিম, প্রমুখ। এ সময় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কেন্দ্রীয় নেতা আব্দুল করিম সরকার বলেন, বিগত সময়ে বিএনপি নেতাদের উপর অনেক অন্যায় হয়েছে অত্যাচার হয়েছে। এগুলো ক্ষমা করে দিয়ে আমরা কোন প্রতিহিংসার রাজনীতি করতে চাই না। আমরা উন্নয়নের রাজনীতি করতে চাই এবং সকলের সাথে মিলে সারা বাংলাদেশের মধ্যে একটি মডেল উপজেলা হিসেবে গড়তে চাই। যেখানে মানুষের ভ্রাতৃত্ববোধ থাকবে, সম্মান থাকবে, কোন হানাহানি থাকবে না ন্যায় বিচার থাকবে। বিগত ফ্যাসিস্ট বেহায়া সরকার কোন উন্নয়ন করে নাই। উন্নয়নের নামে লুটপাট করে খেয়েছে। আগামীতে দল যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যায় তাহলে ফুলবাড়ীয়াকে সর্বোচ্চ উন্নয়নে রাখবো।