রাশেদ রাসু, নড়াইল প্রতিনিধি।।
জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশে নানা ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) চেয়ারম্যান ও জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়কারী এ্যাড. ফরিদুজ্জামান ফরহাদ।
তিনি বলেন, জুলাই-আগস্ট বিপ্লবের পর থেকে একটি স্বার্থান্বেষী মহল দেশজুড়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে। এই মহলটি অন্তর্বর্তীকালীন সরকার ঘোষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার জন্য তৎপর রয়েছে। এর ফলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক নয়। এর মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সন্দেহ-সংশয় আরও ঘনীভূত হচ্ছে। তবে ইনশাল্লাহ ফেব্রুয়ারিতেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকালে লোহাগড়া উপজেলা এনপিপির আয়োজনে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় আরও উপস্থিত ছিলেন— এনপিপি নড়াইল জেলা শাখার সভাপতি শরীফ মুনীর হোসেন, এনপিপি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কাজী শওকত আলী, লোহাগড়া উপজেলা এনপিপির সাধারণ সম্পাদক মো. বদরুল আলমসহ দলীয় নেতা-কর্মীরা।
কর্মীসভায় সাংগঠনিক নানা বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।