• শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৪ পূর্বাহ্ন
Headline
প্রান্তিক মানুষের দ্বাড়ে দ্বাড়ে গণসংযোগে ব্যস্ত সময় পাড় করছেন আলহাজ্ব সোহেল হোসেন কায়কোবাদ জামালগঞ্জে জিয়া মঞ্চের ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন টাঙ্গাইলে মাঠ জুড়ে সোনালী স্বপ্ন, হলুদের বাম্পার ফলনের সম্ভাবনা ছাতক উপজেলা জামায়াতের নির্বাচনী কেন্দ্র কমিটির কর্মশালা কুষ্টিয়ার শিল্পপতির স্ত্রীর লাখ টাকার আমগাছ উধাও, থানায় অভিযোগ পাঁচবিবি সীমান্তে বিজিবি’র অভিযানে ১শ এক বোতল মদ উদ্ধার লাকসাম থানায় ওপেন হাউজ ডে ও শারদীয় দূর্গোৎসব উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি ফখরুল সাধারণ সম্পাদক তাজুল নড়াইলে অবৈধ চিড়িয়াখানা থেকে ২৫ বন্যপ্রাণী উদ্ধার শিক্ষার মানোন্নয়নে মুরাদনগর নুরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

কুষ্টিয়ার শিল্পপতির স্ত্রীর লাখ টাকার আমগাছ উধাও, থানায় অভিযোগ

Reporter Name / ৫ Time View
Update : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫

 

কে এম শাহীন রেজা কুষ্টিয়া জেলা প্রতিনিধি ॥

কুষ্টিয়া কুমারখালীর শিল্পপতি দানবীর আলাউদ্দিনের বাড়ী থেকে চুরি হয়েছে বিশ্বের সবচেয়ে দামি ‘মিয়াজাকি’ জাতের একটি আমগাছ। এটা ‘সূর্যডিম’ নামেও পরিচিত বিশেষ এই আম। দেড় থেকে তিন লাখ টাকা পর্যন্ত দামে বিক্রি হয় মিয়াজাকি আম। সেই আমের চারা নিজ বাড়িতে রোপণ করেছিলেন কুষ্টিয়ার কুমারখালীর শিল্পপতি আলাউদ্দিন আহমেদ ও তার সহধর্মীনি। এ ঘটনায় বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে কুমারখালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ব্যবস্থাপক সাইফুর রহমান।
নিরাপত্তার চাদরে ঘেরা বাড়িটির নাম ‘প্যারেন্ট লজ’। এটি উপজেলার নন্দলালপুর ইউনিয়নের আলাউদ্দিন নগরে অবস্থিত। বাড়িটির মালিক হেলথকেয়ার ফার্মাসিটিক্যালের চেয়ারম্যান আলাউদ্দিন আহমেদ। গাছটির দাম প্রায় লক্ষাধিক টাকা। প্রায় এক বছর আগে আলাউদ্দিন আহমেদ গাছটি জাপান থেকে নিয়ে এসে তার স্ত্রী সুরাইয়া বিলকিসের জন্মদিনে উপহার দিয়েছিলেন। আলাউদ্দিন আহমেদ ফাউন্ডেশনের ব্যবস্থাপক মো. সাইফুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন। লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আলাউদ্দিন আহমেদের স্ত্রী গাছটি প্লাস্টিকের ড্রামে বিলাসবহুল বাড়ি প্যারেন্ট লজের দক্ষিণ পাশে লাগিয়েছিলেন গত ১ সেপ্টেম্বর ২০২৪ তারিখে, কিন্তু ড্রামসহ গাছটি উধাও হয়ে যায়। সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি করেও গাছটির সন্ধান না পেয়ে বৃহস্পতিবার দুপুরে থানায় লিখিত অভিযোগ দেন ব্যবস্থাপক সাইফুর রহমান।
বিকেলে সরেজমিন গিয়ে দেখা যায়, আলাউদ্দিন নগরে অবস্থিত বিলাসবহুল সাদা রঙের বহুতল ভবন ‘প্যারেন্ট লজ’। বাড়িটির চারদিকে পাকা প্রাচীর। একাধিক প্রবেশ পথের বাড়িটি সিসিটিভি ক্যামেরা দারা আবৃত। গেটে ২৪ ঘন্টাই পাহারায় থাকেন বেশ কয়েকজন। প্রাচীরের ভেতরে সবুজায়নে ঘেরা রয়েছে দেশি-বিদেশি ছোট-বড় বিভিন্ন প্রজাতির গাছ। তবে মিয়াজাকি জাতের আমগাছটি নেই। এসময় বাড়ির পাহারাদার আসাদুল ইসলাম বলেন, আমি ছয় মাস হলো যোগদান করেছি। গাছের বিষয় কিছু জানি না।
সবুজায়নের লক্ষ্যে প্যারেন্ট লজসহ শিক্ষাপল্লীর ভিতর সহ আশপাশের এলাকায় প্রায় ২ হাজারের বেশী বিভিন্ন প্রজাতির গাছ লাগানো হয়েছে বলে জানান আলাউদ্দিন আহমেদ ফাউন্ডেশনের জ্যেষ্ঠ সহকারী ব্যবস্থাপক গোলাম হাফিজ। তিনি বলেন, গতবছর জন্মদিনে স্যার জাপান থেকে মিয়াজাকি আমগাছটি ম্যাডামকে উপহার দিয়েছিলেন। মূল্যবান গাছটির দাম লক্ষাধিক টাকা। কড়া নিরাপত্তার মধ্যেও হঠাৎ গাছটি পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় আজ ব্যবস্থাপক থানায় লিখিত অভিযোগ করেছেন।
লিখিত অভিযোগের বিষয়টি স্বীকার করে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জিয়াউর রহমান বলেন, মূল্যবান ও উপহারের গাছ হারানোর ঘটনায় থানায় লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, একটি গাছ হারানোর এমন অভিযোগ, এই এলাকায় হয়তো এটিই প্রথম, তবে গাছটি উদ্ধারের জন্য ইতিমধ্যে আমরা কাজ শুরু করেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category