• শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ০২:০৩ পূর্বাহ্ন
Headline
প্রান্তিক মানুষের দ্বাড়ে দ্বাড়ে গণসংযোগে ব্যস্ত সময় পাড় করছেন আলহাজ্ব সোহেল হোসেন কায়কোবাদ জামালগঞ্জে জিয়া মঞ্চের ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন টাঙ্গাইলে মাঠ জুড়ে সোনালী স্বপ্ন, হলুদের বাম্পার ফলনের সম্ভাবনা ছাতক উপজেলা জামায়াতের নির্বাচনী কেন্দ্র কমিটির কর্মশালা কুষ্টিয়ার শিল্পপতির স্ত্রীর লাখ টাকার আমগাছ উধাও, থানায় অভিযোগ পাঁচবিবি সীমান্তে বিজিবি’র অভিযানে ১শ এক বোতল মদ উদ্ধার লাকসাম থানায় ওপেন হাউজ ডে ও শারদীয় দূর্গোৎসব উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি ফখরুল সাধারণ সম্পাদক তাজুল নড়াইলে অবৈধ চিড়িয়াখানা থেকে ২৫ বন্যপ্রাণী উদ্ধার শিক্ষার মানোন্নয়নে মুরাদনগর নুরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

ছাতক উপজেলা জামায়াতের নির্বাচনী কেন্দ্র কমিটির কর্মশালা

Reporter Name / ৫ Time View
Update : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫

 

ছাতক(সুনামগঞ্জ) প্রতিনিধি।।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিলেট মহানগর মজলিসে শূরা সদস্য, আব্দুস সালাম আল মাদানী সাহেব বলেছেন,দেশের মানুষ নির্বাচনের জন্য উদগ্রীব হয়ে আছে। তারা চায় নির্বাচনের মাধ্যমে দেশে সৎ লোকের নেতৃত্ব প্রতিষ্ঠা করে দেশকে এগিয়ে নিতে জামায়াতে ইসলামী সে নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য কাজ করছে।
তিনি আজ বেলা ৯ টায় ছাতক উপজেলা জামায়াতের কার্যালয়ে, বাংলাদেশ জামায়াতে ইসলামী ছাতক উপজেলা কতৃক আয়োজিত কেন্দ্র আহবায়ক ও সদস্য সচিবদের নিয়ে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

ছাতক উপজেলা আমির উপাধ্যক্ষ আকবর আলী’র সভাপতিত্বে এবং সেক্রেটারী হাফেজ জাকির হোসেন সাহেবের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসাবে ছিলেন সুনামগঞ্জ জামায়াতের নায়েবে আমীর মাওলানা মুমতাজুল হাসান আবেদ প্রধান বক্তা ছিলেন জামায়াত মনোনিত সংসদ সদস্য প্রার্থী- জনাব, আব্দুস সালাম আল মাদানী, বিশেষ অতিথি ছিলেন- সুনামগঞ্জ জেলা কর্মপরিষদ সদস্য- এডভোকেট রেজাউল করিম তালুকদার, বিশেষ অতিথি ছিলেন সিলেট জালালাবাদ থানা নায়েবে আমির- সিরাজুল ইসলাম, উপস্থিত ছিলেন জামায়াতের উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ মনসুর আহমেদ ও উপজেলা
জালালাবাদ থানা সহকারী সেক্রেটারী- উবাইদুল হক শাহিন,
উপজেলা সহকারী সেক্রেটারী- আব্দুল আওয়াল ও আবু মুসা রাসেল,
শ্রমিক কল্যান উপজেলা সেক্রেটারী- এটিএম আব্দুল তাহিদ,
উপজেলা কর্মপরিষদ সদস্য- নাছির উদ্দীন, ও প্রমূখ
দারসুল কোরআন পেশ করেন- মাওলানা মজিবুর রহমান।
এই সময় আব্দুস সালাম আল মাদানী সাহেব বলেন, তারা ন্যায় ও ইনসাফের প্রতিক দাঁড়িপাল্লায় ভোট দিয়ে জামায়াতকে নির্বাচিত করে সংসদে পাঠাবে ইনশাআল্লাহ। তিনি আরও বলেন জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে অমুসলিম দের অধিকার সুনিশ্চিত করা হবে। এবং অমুসলিমরা জামায়াতের কাছেই নিরাপদ। তিনি কেন্দ্র প্রতিনিধিদেরকে ঘরে ঘরে দাঁড়িপাল্লার দাওয়াত ও আব্দুস সালাম আল মাদানী সাহেবের সালাম পৌছে দিতে অনুরোধ জানান।
কর্মশালায় অর্ধ সহস্রাধিক প্রতিনিধি অংশ গ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category