ছাতক(সুনামগঞ্জ) প্রতিনিধি।।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিলেট মহানগর মজলিসে শূরা সদস্য, আব্দুস সালাম আল মাদানী সাহেব বলেছেন,দেশের মানুষ নির্বাচনের জন্য উদগ্রীব হয়ে আছে। তারা চায় নির্বাচনের মাধ্যমে দেশে সৎ লোকের নেতৃত্ব প্রতিষ্ঠা করে দেশকে এগিয়ে নিতে জামায়াতে ইসলামী সে নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য কাজ করছে।
তিনি আজ বেলা ৯ টায় ছাতক উপজেলা জামায়াতের কার্যালয়ে, বাংলাদেশ জামায়াতে ইসলামী ছাতক উপজেলা কতৃক আয়োজিত কেন্দ্র আহবায়ক ও সদস্য সচিবদের নিয়ে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
ছাতক উপজেলা আমির উপাধ্যক্ষ আকবর আলী’র সভাপতিত্বে এবং সেক্রেটারী হাফেজ জাকির হোসেন সাহেবের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসাবে ছিলেন সুনামগঞ্জ জামায়াতের নায়েবে আমীর মাওলানা মুমতাজুল হাসান আবেদ প্রধান বক্তা ছিলেন জামায়াত মনোনিত সংসদ সদস্য প্রার্থী- জনাব, আব্দুস সালাম আল মাদানী, বিশেষ অতিথি ছিলেন- সুনামগঞ্জ জেলা কর্মপরিষদ সদস্য- এডভোকেট রেজাউল করিম তালুকদার, বিশেষ অতিথি ছিলেন সিলেট জালালাবাদ থানা নায়েবে আমির- সিরাজুল ইসলাম, উপস্থিত ছিলেন জামায়াতের উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ মনসুর আহমেদ ও উপজেলা
জালালাবাদ থানা সহকারী সেক্রেটারী- উবাইদুল হক শাহিন,
উপজেলা সহকারী সেক্রেটারী- আব্দুল আওয়াল ও আবু মুসা রাসেল,
শ্রমিক কল্যান উপজেলা সেক্রেটারী- এটিএম আব্দুল তাহিদ,
উপজেলা কর্মপরিষদ সদস্য- নাছির উদ্দীন, ও প্রমূখ
দারসুল কোরআন পেশ করেন- মাওলানা মজিবুর রহমান।
এই সময় আব্দুস সালাম আল মাদানী সাহেব বলেন, তারা ন্যায় ও ইনসাফের প্রতিক দাঁড়িপাল্লায় ভোট দিয়ে জামায়াতকে নির্বাচিত করে সংসদে পাঠাবে ইনশাআল্লাহ। তিনি আরও বলেন জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে অমুসলিম দের অধিকার সুনিশ্চিত করা হবে। এবং অমুসলিমরা জামায়াতের কাছেই নিরাপদ। তিনি কেন্দ্র প্রতিনিধিদেরকে ঘরে ঘরে দাঁড়িপাল্লার দাওয়াত ও আব্দুস সালাম আল মাদানী সাহেবের সালাম পৌছে দিতে অনুরোধ জানান।
কর্মশালায় অর্ধ সহস্রাধিক প্রতিনিধি অংশ গ্রহণ করেন।