মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি।।
জয়পুরহাটের পাঁচবিবি সীমান্ত এলাকায় বিজিবি অভিযান চালিয়ে ভারত হতে আসা ১শ ১ বোতল মদ উদ্ধার করেছে ।
১৯ সেপ্টেম্বর শুক্রবার সকালে উপজেলার চেঁচড়া এলাকা হতে মদ গুলো উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, গোপন সংবাদে জানতে পারে যে বিপুল পরিমাণ ভারতীয় মদ বাংলাদেশে প্রবেশ করবে । এ সংবাদের ভিত্তিতে আটাপাড়া বিওপির অধীন বিজিবির একটি টহল দল সীমান্তের পিলার ২৮৩/২৫-এস পিলার হতে ১ গজ বাংলাদেশের অভ্যন্তরে চেচড়া মাঠের মধ্যে ওৎ পেতে থাকে। এসময় ১ জন চোরাকারবারী বাংলাদেশের দিকে আসতে দেখে বিজিবির টহলদল তাকে চ্যালেঞ্জ করলে চোরাকারবারী ১টি বস্তা ফেলে দ্রুত পালিয়ে যায়। টহলদল বস্তার ভিতর তল্লশী চালিয়ে ১শ বোতল ভারতীয় অফিসার্স চয়েস এবং ১ বোতল ম্যাজিক মোমেন্টস উদ্ধার করে, যার সিজার মূল্য-১,৫১,৫০০/- টাকা।
বিজিবি জানায় , মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে ভবিষ্যতেও চোরাচালান প্রতিরোধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।