আবদুল জলিল, লাকসাম কুমিল্লা প্রতিনিধি।।
পুলিশেই জনতা, জনতাই পুলিশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ পুলিশ লাকসাম থানায় ওপেন হাউজ ডে ও আসন্ন শারদীয় দূর্গোৎসব আয়োজনের এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ লাকসাম থানা অফিসার ইনচার্জ নাজনীন সুলতানা, এবং লাকসাম থানার ওসি তদন্ত আরিফুর রহমান, ও লাকসাম থানা এসআই হারুন রশীদ সহ লাকসাম থানার সকল কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির লাকসাম উপজেলা সাধারণ সম্পাদক মোঃ আবদুর রহমান বাদল, লাকসাম উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মোঃ শাহ আলম, ও লাকসাম উপজেলা পূজা উদযাপন কমিটির সদস্য সচিব বাবু বিশ্বতম সাহা ভিশু আরও উপস্থিত ছিলেন লাকসাম উপজেলার বিভিন্ন স্তরের সাধারণ ও রাজনৈতিক,সাংবাদিক সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
পরে ওপেন হাউজ ডে বিভিন্ন দিক তুলে ধরেন উপস্থিত জনতা বিশেষ করে মাদক ও কিশোর গ্যাং এবং অনলাইন জুয়ার মধ্য থেকে কিভাবে তরুণ প্রজন্মকে রক্ষা করা যায় সে বিষয় তুলে ধরেন এবং পুলিশের সেবা নিতে এসে কোন হয়রানির শিকার হলে জানানোর আহব্বান জানান।