আবু ইউসুফ নাঈম, (সুনামগঞ্জ)প্রতিনিধি।।
বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া মঞ্চ, সুনামগঞ্জ জেলা শাখার অধীনে জামালগঞ্জ উপজেলা শাখার ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) নবগঠিত কমিটির অনুমোদন দেন সুনামগঞ্জ জেলা জিয়া মঞ্চের আহ্বায়ক সুলতান মোঃ সবুজ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজাদ হোসেন ও সদস্য সচিব সেলিম মুন্না।
নবগঠিত কমিটিতে মোঃ মোজাহিদ হোসেনকে আহ্বায়ক এবং মাহবুবুর ইসলামকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। এছাড়া হাসান আহমেদ সিনিয়র যুগ্ম আহ্বায়কের দায়িত্বে রয়েছেন।
যুগ্ম আহ্বায়করা হলেন:
১. মোঃ বীন ইয়ামিন (ভীমখালী)
২. স্বপন মিয়া তালুকদার (বেহেলী)
৩. জুয়েল আহমেদ (ফেনারবাক)
৪. মোঃ আজিম উদ্দিন হেলাল (জামালগঞ্জ উত্তর)
৫. আবির হাসান (সাচনা বাজার)
৬. সামসুল হক (ভীমখালী)
৭. এনামুল হক (জামালগঞ্জ সদর)
৮. শাহজাদা (সাচনা বাজার)
কমিটির অন্যান্য সদস্যরা হলেন:
৯. মুজিবুর রহমান
১০. মইনুল ইসলাম
১১. আকবর মিয়া
১২. মোঃ নুর মোহাম্মদ
১৩. মো. জিল্লুর রহমান
১৪. কয়েস মিয়া
১৫. আবুল বাশার
১৬. জসিম উদ্দিন
১৭. আলমগীর ইসলাম
১৮. দিলোয়ার হোসেন
১৯. মো. দুলাল মিয়া
২০. মো. আজিজুল হক
২১. সাজিব আহমেদ
২২. ফাহিম আহমেদ
২৩. মো. খোকন মিয়া
২৪. আনোয়ার হোসেন
২৫. নুর মোহাম্মদ
২৬. মনির হোসেন
২৭. মোসাহিদ মিয়া
কমিটির নেতৃবৃন্দ এক বিবৃতিতে বলেন, বিএনপি ঘোষিত ৩১ দফা রূপরেখা বাস্তবায়নের লক্ষ্যে তাঁরা তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে কাজ করবেন।
তারা আরও জানান, দলের মূল আদর্শ ও কর্মসূচির আলোকে তরুণ সমাজকে ঐক্যবদ্ধ করে রাজপথে ও জনসম্পৃক্ত আন্দোলনে সক্রিয় রাখাই হবে তাঁদের প্রধান লক্ষ্য।