
সিরাজুল ইসলাম রনি, রাজশাহী জেলা প্রতিনিধি।।
রাজশাহীর তানোরে সড়কে পিকআপ আটকিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাতে উপজেলার কামারগাঁ ইউনিয়নের চৌবাড়িয়া টু তানোর রাস্তার বাঘের মোড়ে ঘটেছে এ ডাকাতির ঘটনা। এঘটনায় এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। জানা গেছে, বুধবার দিবাগত রাত ২টার দিকে বাঘের মোড় নামক স্থানে অজ্ঞাতনামা ৭/৮ জন দুষ্কৃতিকারীরা ৪টি মোটরসাইকেল দিয়ে একটি অজ্ঞাতনামা পিকআপ গাড়ি আটকিয়ে পিকআপের ড্রাইভারের কাছে থেকে ১৩শ টাকা ছিনিয়ে নেয়। তবে পিকআপ ড্রাইভারের কোন ক্ষতি সাধন করেননি ডাকাতরা।
সম্প্রতি, এঘটনার সপ্তাহ খানিক আগে একই রাস্তার পারিশো দূর্গাপুর মোড়ে ঘটে টাকা সহ মোটরসাইকেল ডাকাতির ঘটনা। কিন্তু সেইরেস না কাটতে আবারো ডাকাতির ঘটনায় স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। তবে একাধিক ডাকাতির ঘটনা ঘটলেও পুলিশ প্রশাসন এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি। বাঘের মোড়ের মাসুদ রানা বলেন, মাঝেমধ্যে এরাস্তায় ছিনতাই, ডাকাতির ঘটনা ঘটতেই আছে। মানুষ ডাকাতের ভয়ে সন্ধ্যার পর থেকে রাস্তা ঘাটে চলাফেরা বন্ধ করে দিয়েছে। এরাস্তায় ডাকাতি বন্ধ করতে হলে পুলিশি টহল জোরদার করতে হবে।
এবিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ ওসি আফজাল হোসেন জানান, প্রতিনিয়ত তানোর টু চৌবাড়িয়া রাস্তায় গভীর রাত পর্যন্ত পুলিশ টহল দেন। কিন্তু ডাকাতরা টার্গেট করে ভোর রাতের দিকে এসব ডাকাতির ঘটনা ঘটাচ্ছেন। ডাকাতদের ধরতে বিভিন্ন পন্থা অবলম্বন করা হচ্ছে, আশা করছি দ্রুত এসব ডাকাতদের গ্রেপ্তার করা হবে বলে জানান তিনি।