নিজস্ব প্রতিনিধি।।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং ভাইস চেয়ারম্যান ও সাবেক এমপি কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল করা হয়েছে।
শনিবার (২০ডিসেম্বর) সন্ধ্যায় মুরাদনগর উপজেলার সদর ইউনিয়ন সাইবার ইউজার দলের আয়োজনে ধনীরামপুর বাজার বিএনপি কার্যালয়ে এই দোয়া মাহফিল করা হয়।
মুরাদনগর উপজেলা সাইবার ইউজার দলের যুগ্ম আহ্বায়ক শরীফুল ইসলাম শামীম ও সদর ইউনিয়ন সাইবার ইউজার দলের সভাপতি মোহাম্মদ রাসেলের সার্বিক তত্বাবধানে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা বিএনপি’র সদস্য সচিব মোল্লা মজিবুল হক, যুগ্ম-আহ্বায়ক নজরুল ইসলাম, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, মুরাদনগর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ন আহ্বায়ক ওমর ফারুক সোহাগ, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সাবেক আপ্যায়ন বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম ডালিম, মুরাদনগর উপজেলা সাইবার ইউজার দলের সদস্য শাহরিয়ার আহমেদ, সদর ইউনিয়ন সাইবার ইউজার দলের সিনিয়র সহ সভাপতি আবু কালাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাগর আহম্মেদ, অর্থ বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইমরান, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ হাবিবসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
দোয়া মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং সাবেক এমপি কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের সুস্থতা ও রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।