নিজস্ব প্রতিনিধি।।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীকে হত্যার প্রতিবাদে মুরাদনগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিপ্লবী ছাত্র-জনতা।
শুক্রবার বাদ জুম’আ মুরাদনগর বড় মাদরাসার মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুরাদনগর থানার সামনে গিয়ে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম বাংলাদেশ কুমিল্লা জেলা শাখার সেক্রেটারি মুফতি আমজাদ হোসাইন। এসময় আরো বক্তব্য রাখেন, মুরাদনগর উপজেলা কওমি তরুণ ওলামা পরিষদের শুরা সদস্য মাওলানা আব্দুর রহমান আল মুজাফফার, মুফতি মাহমুদ হাসান, মুফতি তারেক মাহমুদ ও মোঃ ইব্রাহিম প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শরীফ ওসমান বিন হাদী ছিলেন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আপোষহীন ও দেশপ্রেমিক। ভারতের মদদে স্বৈরাচারী দোসররা তাকে প্রকাশ্যে দিবালোকে গুলিবিদ্ধ করে হত্যা করেছে। তাঁকে হত্যা করে সত্যের কণ্ঠকে কখনো স্তব্ধ করা যাবে না। আগামীতে লক্ষ হাদী বুক টেনে রাজপথে ঝাঁপিয়ে পড়তে বাধ্য হবে ইনশাআল্লাহ। ভারতের মদদে দিবালোকে গুলিবিদ্ধ করে এই হত্যাকাণ্ড মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাতের শামিল।
বক্তারা আরও বলেন, সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়ালেই আজ দমন-পীড়নের শিকার হতে হচ্ছে। তবে শহীদ ওসমান হাদীর রক্ত বৃথা যেতে দেওয়া হবে না। দ্রুত সময়ের মধ্যে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
বিক্ষোভ মিছিলে ভারতীয় আধিপত্যবাদ – নিপাত যাক, দিল্লি – না ঢাকা, আবু সাঈদ মুগ্ধ-শেষ হয়নি যুদ্ধ, শহীদ ওসমান হাদীর হত্যাকারীদের গ্রেপ্তার কর —এমন নানা ধরনের স্লোগানে পুরো এলাকা মুখর হয়ে ওঠে।