• মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৪ অপরাহ্ন
Headline
মুরাদনগরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন পাঁচবিবিতে আদিবাসী শিশুদের মাঝে বড়দিনর উপহার  সড়ক দূর্ঘটনায় নিহত শ্রমিকের পাশে পাঁচবিবি রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়ন কুড়িগ্রামের ২ সেনা সদস্যদ সুদানে শান্তি মিশনে নিহত গ্রামের বাড়িতে দাফন, এলাকা জুড়ে শোকের মাতম মুরাদনগর মহিলা দলের সভাপতি আহত কাজী তাহমিনাকে হাসপাতালে দেখতে গেলেন কায়কোবাদ মুরাদনগরে মহিলা দলের সভাপতির উপর পরিকল্পিত হামলার অভিযোগ, হাসপাতালে দেখতে গেলেন বিএনপি’র নেতাকর্মী ত্রিশাল থানা পুলিশের অভিযানে অটোসহ চোর চক্রের ৩ জন আটক মিরপুর ছাতিয়ানে সার ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত কুমিল্লা-৯ ইসলামীক ফ্রন্ট বাংলাদেশ এর প্রার্থীর মনোনয়ন পত্র সংগ্রহ ফুলবাড়িয়ায় মাদ্রাসাতুল মাদিনাহ্ ইসলামিক সেমিনার ও ক্রেস্ট প্রদান

মুরাদনগর মহিলা দলের সভাপতি আহত কাজী তাহমিনাকে হাসপাতালে দেখতে গেলেন কায়কোবাদ

Reporter Name / ১৭ Time View
Update : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

 

নিজস্ব প্রতিনিধি।।

কুমিল্লার মুরাদনগর উপজেলা মহিলা দলের সভাপতি কাজী তাহমিনা আক্তারকে দেখতে হাসপাতালে ছুটে যান কুমিল্লা-৩ মুরাদনগর আসনের ৫ বারের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
রবিবার সন্ধ্যায় নিজের অসুস্থ শরীর নিয়েও ঢাকা থেকে নেতা কর্মীদের নিয়ে দ্রুত কুমিল্লা আকন্দ জেনারেল হাসপাতালে ছুটে যান কায়কোবাদ। সেখানে তিনি কাজী তাহমিনা আক্তারের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং উক্ত হাসপাতালের চিকিৎসকদের সাথে তার চিকিৎসার ব্যাপারে কথা বলেন। কর্মীর প্রতি এমন নজির বিহীন ভালোবাসায় মুরাদনগর উপজেলার মানুষের প্রশংসায় ভাসছেন কায়কোবাদ।
বিএনপি নেতাকর্মী ও স্থানীয়রা বলেন, কায়কোবাদ দাদা মুরাদনগরের মাটি ও মানুষের নেতা। দাদা মুরাদনগরের মানুষের আস্থা ও ভালোবাসার এক নাম। তিনি শুধু কর্মী নয়, যে কোন মানুষের সমস্যার কথা শুনলেই তিনি ছুটে যান। সকল মানুষের পাশে গিয়ে দাঁড়ান। কর্মীদের প্রতি এমন ভালোবাসা মুরাদনগরে নজিরবিহীন। ষরযন্ত্র করে দাদার জনপ্রিয়তা কখনো দমিয়ে রাখা যায়নি, কখনো দমিয়ে রাখতে পারবেও না।

উল্লেখ্যঃ রবিবার সকালে উপজেলার ধামঘর ইউনিয়নের পরমতলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষে লিফলেট বিতরণ ও কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের নির্বাচনী গণ সংযোগে যান উপজেলা মহিলা দল। এ সময় পরিকল্পিতভাবে মোটরসাইকেল উঠিয়ে দিয়ে মহিলা দলের সভাপতি কাজী তাহমিনা আক্তারকে গুরুতর আহত করেন আওয়ামী লীগ নেতা সাজ্জাদ হোসেন। পরে গুরুতর আহত তাহমিন আক্তারকে নেতাকর্মীরা উদ্ধার করে মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা আকন্দ জেনারেল হাসপাতালে ভর্তি করান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category