
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি।।
জয়পুরহাটের পাঁচবিবিতে
সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির আর্থ সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সুফলভুগীদের মাঝে ছাগল প্রদান করা হয়েছে । সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প- 2য় সংশোধিত প্রকল্পের আওতায় উপজেলার বিভিন্ন এলাকায় বসবাসরত ২ শ জন দরিদ্র নারী পুরুষদের মাঝে ২টি করে ছাগল প্রদান করা হয় ।
৬ নভেম্বর বৃহস্পতিবার বেলা ১০ টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভ্যাটেনারী হাসপাতালের আয়োজনে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ সেলিম আহমেদ ।
উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ হাসান আলী, ভ্যাটেনারী সর্জেন ডাঃ ফয়সাল রাব্বী, আটাপুর ইউনিয়ন চেয়ারম্যান আসম আরেফিন চৌধুরী আবু ও প্রাণী সম্পদ অফিসের কর্মচারীবৃন্দ ।